জমজমের পানি পান করার নিয়ম ও দোয়া
মসজিদুল হারামের কাছে অবস্থিত পবিত্র জমজম কূপ ইসলামের ইতিহাসে এক অলৌকিক নিদর্শন। হাজেরা (আ.) ও ইসমাঈল (আ.)-এর কাহিনির সঙ্গে জড়িত এই বরকতময় পানি আজও নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। মুসলমানদের জন্য জমজমের পানি শুধু শারীরিক তৃষ্ণা নিবারণের উপায় নয়, এটি আত্মিক প্রশান্তি, শেফা ও বরকতের উৎস।
সহিহ হাদীসে বর্ণিত আছে, নবী করিম (সা.) নিজে জমজমের পানি পান করেছেন এবং এর নিয়ম ও দোয়া শিক্ষা দিয়েছেন। জমজমের পানি আল্লাহর রহমত ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। সহিহ হাদীসে এসেছে, “জমজমের পানি যে নিয়্যাতে পান করা হয়, আল্লাহ তা পূর্ণ করেন।”
জমজমের পানি পান করার সময় মনোযোগ সহকারে দোয়া করা অত্যন্ত বরকতময় আমল। যেমন সাহাবী ইবনু আব্বাস (রা.) পড়তেন— “اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ”। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে জ্ঞান, রিজিক ও আরোগ্য প্রার্থনা করা হয়, যা হজ ও উমরাহ যাত্রীদের জন্য এক বিশেষ আত্মিক অনুপ্রেরণা।
