Reviews for Hijaz Hajj Umrah Ltd


Clear Filter

We send a Service Completion Survey to each customer after project completion. If customers give us permission to publish the reviews, we post them on this page.

4.99 out of 5 ( 114 Reviews )
MD Borkot Ullah

Posted on Google

হজ্জের মূল উদ্দেশ্য হলো নবীর সুন্নত তরিকায় হজ্জ পালন করা, বাকি আমাদের মাথায় সব সময় থাকে হোটেল কেমন খাবার কেমন হবে সার্ভিস কেমন দিচ্ছে, এই সকল কিছুর গুরুত্ব তো বটেই কারণ এ সকল কিছুই আমাদের এবাদতে সাহায্য করে এজেন্সিগুলো এসব জিনিস এই হাজীদের সাথে প্রতারণা করে যার কারণে সকলের এই জিনিসগুলোই বেশি মাথায় কাজ করে, আমাদের মাথায়ও ছিল এগুলা কিন্তু হিজাজ প্রথম থেকেই আমাদেরকে শরিয়াভিত্তিক হজ করানোর জন্য খুব বেশি কাজ করে যাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ যেমনটি তারা বলেছিল আমরা তেমনটি পেয়েছি হজের শরিয়ার ব্যাপারে, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের হিজাজ এর উছিলায় সুন্নত তরিকায় হজ্জ পালন করার তৌফিক দান করেছেন। এবার আসি হোটেল খাবার এসবের কথায় তারা আমাদেরকে যেমনটি বলেছিল এত মিটারের মধ্যে আমাদের হোটেল থাকবে হোটেলের কোয়ালিটি যেরকম থাকবে আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই তেমনি পেয়েছি মক্কা এবং মদিনাতেও । মূল হজের পূর্বে তারা বেশ কিছু বার নিজে নিজে খাবার মেনুর বাহিরে নিজেরা আলাদা আলাদা বিভিন্ন কিছু আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে বিশেষ করে রাতের মেনুতে এর পাশাপাশি নিজেরা অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছেন, বাকি এবার হজে অনেক কিছুই অনেক কঠোরতা ছিল সৌদি সরকার থেকে, এরপরও তারা মূল হজের পূর্বে যথেষ্ট খাবারের ব্যাপারে সচেতন ছিল আলাদা করে ফলমূল সরবরাহ, খাবারের গুণগতমান মেইনটেইন করা, হাজীদের মতামত নেওয়া এবং সেই অনুসারে কাজগুলো করা সকল কিছুই আলহামদুলিল্লাহ চলছিল ঠিকভাবেই, বাকি হজের পড়ে খাবারের কোয়ালিটি একটু আমি নিম্নমানের পেয়েছি অল্প কিছুদিন, আশা করব এই ব্যাপারটা ভবিষ্যতে এজেন্সি সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ, ট্রান্সপোর্ট এর জন্য তারা আমাদের আলাদা করে ছোট মাইক্রোবাসের ব্যবস্থা করেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, এছাড়াও বিভিন্ন জিয়ারার জন্য ও, যা নরমালি দেখা যায় না সবাই বাসে লম্বা সময় ধরে মক্কা থেকে মদিনা নিয়ে যায় যা অনেকের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়, এই ব্যাপারটিতে তারা আশার চেয়ে অনেক বেশি সার্ভিস দিয়েছে। আসলে বলতে গেলে অনেক কথা এক কথায় শুধু আপনাদেরকে এতোটুকুই বলি আমি যদি রেটিং দিই হিজাজকে তাহলে দশের মধ্যে নয় দিব। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আমি তাদের কথা রিকমেন্ড করব কিনা ইনশাআল্লাহ অবশ্যই করবো একটাই কারণে সেটা হল তাদের চেষ্টা ভালো করার, আর শরিয়াভিত্তিক হজ পালনে জন্য আলাদা শরিয়া কনসালটেন্ট রাখার জন্য। আল্লাহ আপনাদের কবুল করুন বেশি বেশি যাতে আপনারা আরো বেশি বেশি হাজীদের সেবা করতে পারেন, আমীন।

Atiqur Rahman

Posted on Google

আসসালামুয়ালাইকুম আমি হিজায হজ্ব ও উমরাহ কাফেলার একজন উমরাহ হাজি। আমি উনাদের কাফেলার সাথে গত ২৩/১০/২০২৩ তারিখে আমার উমরা পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করি।উনাদের কাফেলার সম্মানিত গাইড এয়ারপোর্টে আমাকে স্বাগতম জানিয়ে এহারাম পরিধান সহ যাবতিয় সকল কাজে সার্বিক সহযোগিতা করেন। তারপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা বিমানযোগে জেদ্দা এয়ারপোর্টে পৌছাই। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই উনাদের আগে থেকে নির্ধারন করা গাড়ির ড্রাইভার এসে আমাদেরকে মক্কা হোটেলের উদ্দেশ্যে নিয়ে যায়। হোটেল চেক-ইন করে কিছু সময় পরই উনাদের হিজাযের নির্ধারিত একজন বিশেষ দায়ি জনাব হাফিজ আহম্মেদ ( সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরীয়া ইসলামিয়া বিষয়ে আধ্যয়নরত) উনার কিছু সংক্ষিপ্ত বয়ান শুনে, উনার নেতৃত্বে উমরা পালন করতে যাই, যেই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর যথানিয়মে আমারা হোটেলে ফিরে আসি। তারপর উনাদের প্রতিদিনের পরিকল্পনা অনুসারে সম্মানিত গাইড সাহেবের নেতৃত্বে আমদের ইবাদত ও যাবতিয় কার্যক্রম চলতে থাকে। এরপর চতুর্থ দিন আবারও বিশেষ দায়ি জনাব হাফিজ আহম্মেদের নেতৃত্বে আমরা মক্কার ঐতিহাসিক স্থানসমুহ জিয়ারাহ এর উদ্দেশ্যে বের হই এবং বিশেষ দায়ির কাছ থেকে বিভিন্ন স্থান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এরপর পরিকল্পনা আনুসারে সপ্তম দিন সকালে আমরা হিজাযের নির্ধারিত পরিবহন যোগে মক্কা থেকে মদিনা গমন করি। তারপর নবম পুনারায় একজন বিশেষ দায়ির নেতৃত্বে, হিজাযের নির্ধারিত পরিবহনযোগে মদিনায় ঐতিহাসিক স্থানসমুহ জিয়ারাহ করি। এরপর এগারোতম দিনে হিজাযের পরিকল্পনা অনুসারে আগে থেকে বুক করে রাখা রিয়াজুল জান্নাহয় দুই রাকাত সালাত আদায় করতে পারি মহান আল্লাহর কাছে এর জন্য লাখোকুটু শুকরিয়া আদায় করছি এবং হিজায কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্চি জাজাকাল্লাহু খাইরান।আজ ০৪/১১/২০২৩ তারিখে হোটেল মদিনা থেকে হোটেল চেক-আউট করে হিজাযের পরিবহন যোগে মদিনা এয়ারপোর্ট পৌছাই। মদিনা এয়ারপোর্ট থেকে সরাসরি বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। আলহামদুলিল্লাহ ১৩ দিনের আমার এই উমরা ভ্রমন ও হিজায হজ্ব ও উমরা কাফেলার যাবতীয় সেবা সমুহ কখনই ভুলার মত না।আল্লাহ আমি সহ সকল হজিদের উমরা কবুল করে এবং এই উমরাহ কে যেন আল্লাহ আমাদের নাজাতের উছিলা করে দেন। আমীন

Review Central
4.99 out of 5 ( 114 Reviews )

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow