উমরা পালনকারী কখন ইহরাম থেকে হালাল হবেন?

উমরা পালনকারী পুরুষ কিংবা নারী হালাল হবেন তাওয়াফ—সাঈ শেষ করা এবং পুরুষের মাথা মুণ্ডন করা কিংবা চুল কাটার মাধ্যমে। আর নারীর ক্ষেত্রে কেবল চুল কাটার মাধ্যমে; যেহেতু নারীর ক্ষেত্রে মাথা মুণ্ডন নেই। হালাল হওয়ার সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেন,

أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ بِطَوَافِ الْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَقَصِّرُوا

বাইতুল­াহর তাওয়াফ ও সাফা—মারওয়ার সা‘ঈ সমাধা করে তোমরা ইহরাম ভঙ্গ করে হালাল হয়ে যাও এবং চুল ছোট কর। [বুখারী, আস—সহীহ, ১৫৬৮]

মাথামুণ্ডন বা চুল খাটো করে ইহরাম থেকে হালাল হয়ে যাওয়াকে ‘আত—তাহলিল‘ (التحليل) বলে। উমরার জন্য ইহরাম হচ্ছে প্রবেশিকা আর মাথামুণ্ডন বা চুল কাটা হচ্ছে সমাপ্তি। ইহরাম করার মাধ্যমে নর—নারীর উপর যা কিছু হারাম হয়েছিলো এখন সবকিছু হালাল হয়ে যাবে। [ফাতাওয়াল লাজনাহ আদ—দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা, ১১/২২২—২২৩]

ইহরামে হজ্জ পালনকারীর হালাল হওয়ার বিধান

হজ্জ পালনকারী কখন ইহরাম থেকে হালাল হবেন?

হজ্জ পালনকারী পুরুষ কিংবা নারী ইহরাম থেকে হালাল হবেন জমরায়ে আকাবাতে কংকর মারা, পুরুষের মাথা মুণ্ডন করা কিংবা চুল কাটার মাধ্যমে; আর নারীর ক্ষেত্রে কেবল চুল কাটার মাধ্যমে। তখন নর—নারীর জন্য ইহরাম করার মাধ্যমে যা কিছু হারাম হয়েছিলো সে সবকিছু হালাল হয়ে যাবে; কেবল স্ত্রী সহবাস ব্যতীত। আর বড় হালাল হওয়া অর্জিত হবে তাওয়াফে ইফাযা (ফরয তাওয়াফ) শেষ করা এবং তার উপরে সাঈ থাকলে সাঈ পালন করার মাধ্যমে। তখন তাদের জন্য ইহরাম অবস্থায় যা কিছু হারাম ছিল সবকিছু; এমনকি স্ত্রী সহবাসও হালাল হয়ে যাবে। [ফাতাওয়াল লাজনাহ আদ—দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা, ১১/২২২—২২৩]

মাথামুণ্ডন বা চুল ছোট করা ছাড়া যদি কেউ ইহরাম থেকে হালাল হয়ে যায়?

মাথামুণ্ডন বা চুল ছোট করা ছাড়া হালাল হওয়ার কোনো সুযোগ নেই। কোন এক ব্যক্তি অজ্ঞতাবশতঃ মাথা মুণ্ডন করা কিংবা চুল ছোট করার আগে হালাল হয়ে গেছে মনে করে ইহরামের কাপড় খুলে অন্য পোশাক করে, তাহলে তার অজ্ঞতার কারণে কোন অসুবিধা হবে না। কিন্তু, জানার সাথে সাথে তাকে স্বাভাবিক কাপড়—চোপড় খুলে ইহরামের কাপড় পরতে হবে। কেননা, সে হালাল হয়নি এ কথা জানার পর আর গড়িমসি করা জায়েয হবে না। অতঃপর সে মাথা মুণ্ডন করা কিংবা চুল ছোট করার পর হালাল হবে। [মুহাম্মদ ইবন উছাইমীন, ‘দালিলুল আখতা আল্লাতি ইয়াকাউ ফি—হাল হাজ্জ ওয়াল মুতামির’]

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow