Reviews for Hijaz Hajj Umrah Ltd

  • Comment: হজ্জের মূল উদ্দেশ্য হলো নবীর সুন্নত তরিকায় হজ্জ পালন করা, বাকি আমাদের মাথায় সব সময় থাকে হোটেল কেমন খাবার কেমন হবে সার্ভিস কেমন দিচ্ছে, এই সকল কিছুর গুরুত্ব তো বটেই কারণ এ সকল কিছুই আমাদের এবাদতে সাহায্য করে এজেন্সিগুলো এসব জিনিস এই হাজীদের সাথে প্রতারণা করে যার কারণে সকলের এই জিনিসগুলোই বেশি মাথায় কাজ করে, আমাদের মাথায়ও ছিল এগুলা কিন্তু হিজাজ প্রথম থেকেই আমাদেরকে শরিয়াভিত্তিক হজ করানোর জন্য খুব বেশি কাজ করে যাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ যেমনটি তারা বলেছিল আমরা তেমনটি পেয়েছি হজের শরিয়ার ব্যাপারে, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের হিজাজ এর উছিলায় সুন্নত তরিকায় হজ্জ পালন করার তৌফিক দান করেছেন। এবার আসি হোটেল খাবার এসবের কথায় তারা আমাদেরকে যেমনটি বলেছিল এত মিটারের মধ্যে আমাদের হোটেল থাকবে হোটেলের কোয়ালিটি যেরকম থাকবে আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই তেমনি পেয়েছি মক্কা এবং মদিনাতেও । মূল হজের পূর্বে তারা বেশ কিছু বার নিজে নিজে খাবার মেনুর বাহিরে নিজেরা আলাদা আলাদা বিভিন্ন কিছু আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে বিশেষ করে রাতের মেনুতে এর পাশাপাশি নিজেরা অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছেন, বাকি এবার হজে অনেক কিছুই অনেক কঠোরতা ছিল সৌদি সরকার থেকে, এরপরও তারা মূল হজের পূর্বে যথেষ্ট খাবারের ব্যাপারে সচেতন ছিল আলাদা করে ফলমূল সরবরাহ, খাবারের গুণগতমান মেইনটেইন করা, হাজীদের মতামত নেওয়া এবং সেই অনুসারে কাজগুলো করা সকল কিছুই আলহামদুলিল্লাহ চলছিল ঠিকভাবেই, বাকি হজের পড়ে খাবারের কোয়ালিটি একটু আমি নিম্নমানের পেয়েছি অল্প কিছুদিন, আশা করব এই ব্যাপারটা ভবিষ্যতে এজেন্সি সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ, ট্রান্সপোর্ট এর জন্য তারা আমাদের আলাদা করে ছোট মাইক্রোবাসের ব্যবস্থা করেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, এছাড়াও বিভিন্ন জিয়ারার জন্য ও, যা নরমালি দেখা যায় না সবাই বাসে লম্বা সময় ধরে মক্কা থেকে মদিনা নিয়ে যায় যা অনেকের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়, এই ব্যাপারটিতে তারা আশার চেয়ে অনেক বেশি সার্ভিস দিয়েছে। আসলে বলতে গেলে অনেক কথা এক কথায় শুধু আপনাদেরকে এতোটুকুই বলি আমি যদি রেটিং দিই হিজাজকে তাহলে দশের মধ্যে নয় দিব। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আমি তাদের কথা রিকমেন্ড করব কিনা ইনশাআল্লাহ অবশ্যই করবো একটাই কারণে সেটা হল তাদের চেষ্টা ভালো করার, আর শরিয়াভিত্তিক হজ পালনে জন্য আলাদা শরিয়া কনসালটেন্ট রাখার জন্য। আল্লাহ আপনাদের কবুল করুন বেশি বেশি যাতে আপনারা আরো বেশি বেশি হাজীদের সেবা করতে পারেন, আমীন।
  • Overall Rating

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow