Reviews for Hijaz Hajj Umrah Ltd

  • Comment: আসসালামুয়ালাইকুম
    আমি হিজায হজ্ব ও উমরাহ কাফেলার একজন উমরাহ হাজি। আমি উনাদের কাফেলার সাথে গত ২৩/১০/২০২৩ তারিখে আমার উমরা পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করি।উনাদের কাফেলার সম্মানিত গাইড এয়ারপোর্টে আমাকে স্বাগতম জানিয়ে এহারাম পরিধান সহ যাবতিয় সকল কাজে সার্বিক সহযোগিতা করেন। তারপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা বিমানযোগে জেদ্দা এয়ারপোর্টে পৌছাই। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই উনাদের আগে থেকে নির্ধারন করা গাড়ির ড্রাইভার এসে আমাদেরকে মক্কা হোটেলের উদ্দেশ্যে নিয়ে যায়। হোটেল চেক-ইন করে কিছু সময় পরই উনাদের হিজাযের নির্ধারিত একজন বিশেষ দায়ি জনাব হাফিজ আহম্মেদ ( সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরীয়া ইসলামিয়া বিষয়ে আধ্যয়নরত) উনার কিছু সংক্ষিপ্ত বয়ান শুনে, উনার নেতৃত্বে উমরা পালন করতে যাই, যেই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর যথানিয়মে আমারা হোটেলে ফিরে আসি। তারপর উনাদের প্রতিদিনের পরিকল্পনা অনুসারে সম্মানিত গাইড সাহেবের নেতৃত্বে আমদের ইবাদত ও যাবতিয় কার্যক্রম চলতে থাকে। এরপর চতুর্থ দিন আবারও বিশেষ দায়ি জনাব হাফিজ আহম্মেদের নেতৃত্বে আমরা মক্কার ঐতিহাসিক স্থানসমুহ জিয়ারাহ এর উদ্দেশ্যে বের হই এবং বিশেষ দায়ির কাছ থেকে বিভিন্ন স্থান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এরপর পরিকল্পনা আনুসারে সপ্তম দিন সকালে আমরা হিজাযের নির্ধারিত পরিবহন যোগে মক্কা থেকে মদিনা গমন করি। তারপর নবম পুনারায় একজন বিশেষ দায়ির নেতৃত্বে, হিজাযের নির্ধারিত পরিবহনযোগে মদিনায় ঐতিহাসিক স্থানসমুহ জিয়ারাহ করি। এরপর এগারোতম দিনে হিজাযের পরিকল্পনা অনুসারে আগে থেকে বুক করে রাখা রিয়াজুল জান্নাহয় দুই রাকাত সালাত আদায় করতে পারি মহান আল্লাহর কাছে এর জন্য লাখোকুটু শুকরিয়া আদায় করছি এবং হিজায কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্চি জাজাকাল্লাহু খাইরান।আজ ০৪/১১/২০২৩ তারিখে হোটেল মদিনা থেকে হোটেল চেক-আউট করে হিজাযের পরিবহন যোগে মদিনা এয়ারপোর্ট পৌছাই। মদিনা এয়ারপোর্ট থেকে সরাসরি বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করি।
    আলহামদুলিল্লাহ ১৩ দিনের আমার এই উমরা ভ্রমন ও হিজায হজ্ব ও উমরা কাফেলার যাবতীয় সেবা সমুহ কখনই ভুলার মত না।আল্লাহ আমি সহ সকল হজিদের উমরা কবুল করে এবং এই উমরাহ কে যেন আল্লাহ আমাদের নাজাতের উছিলা করে দেন।
    আমীন
  • Overall Rating

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow