Reviews for Hijaz Hajj Umrah Ltd

  • Comment: হিজায হজ্ব এন্ড ওমরাহ কাফেলার সাথে স্পেশাল দায়ী হিসেবে শুরু হতেই যুক্ত রয়েছি। আলহামদুলিল্লাহ।
    শুরু হতেই হিজায তাঁর সম্মানিত হাজী সাহেবদের প্রতি যে আন্তরিকতা প্রকাশ করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।।
    বিশ্বখ্যাত প্রতিষ্ঠান উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে পবিত্র মক্কায় সুদীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতায় বহু হজ্ব এন্ড ওমরাহ এজেন্সি দেখার এবং মুল্যায়ন করার সুযোগ হয়েছে।
    আমার মূল্যায়ন হলো- হাজী সাহেবদের প্রতি আন্তরিকতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে হাতেগোনা যে কয়টি কাফেলা/এজেন্সি রয়েছে। হিজায হজ্ব এন্ড ওমরাহ কাফেলা তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।।
    তবে কোন মানুষ কিংবা প্রতিষ্ঠান অনিচ্ছাকৃত ভুলের উর্ধ্বে নয়। তাই সকল সম্মানিত হাজী সাহেব, শুভাকাঙ্ক্ষী এবং দর্শনার্থীদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে হিজায হজ্ব এন্ড ওমরাহ কাফেলা যেন যথাযথভাবে হাজী সাহেবদের প্রতি দায়িত্ব পালন করতে আরো বেশি ভূমিকা পালন করতে পারে, সেলক্ষ্যে যাবতীয় সংশোধনী এবং পরামর্শ দিয়ে সহযোগিতার অনুরোধ করছি।।
    i
  • Overall Rating

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow