Reviews for Hijaz Hajj Umrah Ltd

  • Comment: আলহামদুলিল্লাহ হিজাযের সাথে খুব সুন্দর একটি সফর শেষ করতে যাচ্ছি, আমাদের মুয়াল্লিম নজরুল ভাই যথেষ্ট আন্তরিক ছিলেন সব ব্যপারে। সত্যিকার অর্থেই এতগুলো মানুষ একসাথে ম্যানেজ করা অনেক ধৈর্য ও যোগ্যতার ব্যাপার।

    -তাছাড়া মদিনায় আবু তাহের ভাই প্রত্যেকটা স্পট খুব সুন্দর ভাবে দেখিয়েছেন এবং গুছিয়ে উপস্থাপন করেছেন।

    -মক্কায় হাফিজ ভাইয়ের কথা তো আলাদা ভাবে বলতেই হয়। আল্লাহ তার জ্ঞ্যানে বারাকাহ দান করুক। ওনার বাচনভঙ্গি এবং বুঝানোর ক্ষমতা অসাধারণ।

    -অনেক গ্রুপে একজন মুয়াল্লিম থাকলেও আমাদের সাথে হিজায একজন মুয়াল্লিম ও মক্কা মদিনায় দুজন স্পেশাল দায়ী দিয়েছে যা অনেকটা প্রিমিয়াম বলা যায়।

    -খাবার যথেষ্ট ভালো। খাবারের প্রশংসা না করে পারছিনা। শতভাগ দেশীয় খাবার তৃপ্তি সহকারে খাওয়া যায়। স্পেশালি এখানে আইয়ুব ভাইয়ের নামটা নিতেই হয়, ওনার হাতের খেপসা ও স্পেশাল সালাদ আমার আজীবন মনে থাকবে

    পরামর্শ - পানি খুবই গুরুত্বপূর্ণ তাই পানি মক্কা মদিনায় কোথায় থেকে কালেক্ট করবে কিভাবে করবে ব্যপারটি সব হাজিদের আগেই ক্লিয়ার করে দিতে হবে। অনেক হাজিই মনে করে পানি হোটেল অথবা ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করবে। এটা নিয়ে মুয়াল্লিম সাহবের সাথে মনোমালিন্য হয়। রুমে অবশ্যই ৪ জনের বেশী যেন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। স্পেশালি মহিলাদের রুমে। কারণ ওনাদের কাপড়চোপড় বেশি থাকে।

    -পরিশেষে হিজাযের জন্য শুভকামনা ও দোয়া। হিজায অনেকদূর এগিয়ে যাক এই কামনা করি।
  • Overall Rating

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow