Reviews for Hijaz Hajj Umrah Ltd

  • Comment: জীবনে প্রথম বারের মত আল হারামাইন আশ্শারিফাইন জিয়ারতের ব্যপারে এক্সাইটেড ছিলাম। ভিসা প্রসেসিং থেকে শুরু করে প্রত্যেকটি ধাপে "হিজায হজ্ব ওমরাহ লিমিটেড" দক্ষ কান্ডারী হিসেবে কর্ম সম্পাদনে স্বার্থক ছিল। বিশেষ করে অজানা অচেনা স্হান ও ভাষার ভিন্নতায় হিজাযের সুদক্ষ রাহবার ও দায়ীদের কর্ম তৎপরতায় সবকিছু সহজলভ্য হয়েছিল। এক কথায় শুরু হতে শেষ অবধি হিজায হজ্ব ওমরাহ লিমিটেড তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ছিল বদ্ধপরিকর। মহান আল্লাহ হিজাযের সকল কলাকৌশলদের উত্তম প্রতিদান এবং হিজাযের সফলতা ও স্বার্থকতা দান করুন। আমিন ছুম্মা আমিন।
  • Overall Rating

Apply for an Umrah visa and experience the hassle-free journey to the city of Makkah.

Arrow